নিজস্ব প্রতিবেদক :
চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (১৮মার্চ) সকালে চকরিয়ায় বিক্ষোভ মিছিল বের করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
চকরিয়া পৌরসভা জামায়াতের ব্যানারে অনুষ্ঠিত মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ আরিফুল কবির ও কক্সবাজার জেলা ছাত্রশবিরের সাধারণ সম্পাদক মুহাম্মদ কফিল উদ্দিন।
মিছিলটি চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে জনতা মার্কেট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে পৌর আমীর আরিফুল কবিরের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ কফিল উদ্দিন।
এসময় জামায়াত নেতা আব্দুল্লাহ বাহাদুর, মুহাম্মদ রাসেল, মাওলানা উসমান গণি, সরওয়ার আলম, মুহাম্মদ নুরুন্নবী, ছাত্রনেতা তায়েফুল ইসলাম, মুহাম্মদ আবু তালহাসহ সর্বস্তরের জনাধারণ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি আজ জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। সরকার চাল, ডাল, তেল, পিয়াঁজ, রসুন ও শাকসবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হয়েছে। যে কোন দ্রব্য এখন সর্বসাধারণের ক্রয়ক্ষমতা নাগালের বাইরে। তাই নেতৃবৃন্দ অবিলম্বে লাগামহীন উর্ধ্বমূল্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর হস্তক্ষেপের মাধ্যমে নিত্যপ্রয়োনীয় দ্রব্যের দাম কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতায় ফিরিয়ে আনতে সরকারের প্রতি জোর দাবি জানান।
0 comments: