নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার কৃতি সন্তান মাস্টার কাইছার লিটন ৫০ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার দায়িত্ব পালনের জন্য গঠিত উপ-কমিটিতে দ্বিতীয়বারের মতো সদস্য মনোনীত হয়েছেন। গত ১মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে হকি ছাত্র/ ফলাফল/ সার্বিক হিসেবে দায়িত্ব নির্ধারণ করা হয়।
তিনি চকরিয়া উপজেলার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও হয়রত ফাতিমা (রাঃ) ফাজিল মাদ্রাসা গভনিং বডি সদস্য হিসেবে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়া পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন মাস্টার কাইছার লিটন।
0 comments: