নিজস্ব প্রতিবেদক :
"বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাবে সবাই মিলে" এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে চকরিয়ায় জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চকরিয়া শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য রেলী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মঙ্গলবার (১মার্চ) সকাল এগারোটায় সন্ধানী লাইফের চকরিয়া শাখার ইনচার্জ মোহাম্মদ শহীদ উল্লাহ'র নেতৃত্বে রেলীটি উপজেলা প্রশাসন চত্ত্বরে সমবেত হয়।
পরে চকরিয়াস্থ কার্যালয়ে শাখার ইনচার্জ মোহাম্মদ শহীদ উল্লাহ'র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি বীমা সংক্রান্ত বীমার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দিক নির্দেশনামূলক বিশদ বক্তব্য রাখেন।এসময় ক্যাশিয়ার সাদিয়া জান্নাত, অফিসার শারমিন আক্তার, আসমাউল হুসনা, ব্রাঞ্চ ম্যানেজার সাজেদা বেগম, শাহিন আক্তার বুলু, হেল্প ডেস্ক রেহেনা বেগম, অফিসার শাহীনুর বুলবুল, আরেফা বেগম, রিনা হামীদ মায়া, মুরশিদা বেগম, আনজুমান আরা বেগম ও আমির হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: