নান্দনিক ইউনিয়ন গঠনে বরইতলী পরিষদে নতুন চেয়ারম্যান সালেকুজ্জামান

ইউসুফ বিন হোসাইন (চকরিয়া টাইমস) : 

বরইতলী ইউনিয়নকে নান্দনিক ইউনিয়ন গঠনের জন্য বরইতলী ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত ওয়ার্ডের নারী মেম্বারদের সাথে নিয়ে পরিষদে বসেছেন বিপুল ভোটে নির্বাচিত নতুন চেয়ারম্যান মো. সালেকুজ্জামান। 

বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি বরইতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিষেক অনুষ্ঠান তথা পরিচিতি পর্বের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

চেয়ারম্যান মো. সালেকুজ্জামান বলেন, একটি নান্দনিক ইউনিয়ন গঠনের জন্য আজ থেকে পরিষদের কার্যক্রম শুরু করলাম। একজন সেবক হিসেবে আজ থেকে বাস্তবে এক নতুন সফর শুরু করছি। আস্থা রাখুন। এক নতুন জনপদ গড়ে তুলব ইনশাআল্লাহ। 

আপনাদের কল্পনায় আপনাদের ইউনিয়নে কি কি থাকতে পারে? কেমন সমাজ প্রত্যাশা করেন? দেখি কতটুকু এগিয়ে নিতে পারি। এজন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: