চকরিয়া প্রতিনিধি :
চকরিয়ার লক্ষ্যারচর ছিকলঘাট আল মোস্তফা এতিম প্রকল্পের আয়োজনে এতিমখানা মাদরাসার ৩০তম বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল বুধবার (২ফেব্রুয়ারি) মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আ.ক.ম ছাদেকের সভাপতিত্বে বার্ষিক সভার মাহফিলে আলোচনা পেশ করেন উপাধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ নূরী, মাওলানা হাফেজ বশির আহমদ, মাওলানা মোস্তফা নূরী, মাওলানা নুরুল হক প্রমুখ ব্যক্তিবর্গ।
মাহফিলে অধিবেশনভিত্তিক অতিথি ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ.ম আওরঙ্গজেব বুলেট, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, বিশিষ্ট সমাজসেবক মোঃ আরিফুল কবিরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় আল মোস্তফা এতিম প্রকল্পের পরিচালক মাস্টার মুহাম্মদ মুসা, মাওলানা ছাবের আহমদ ফারুকী ও মাওলানা মোহাম্মদ ইয়াকুবসহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা শেষে এতিমখানা মাদরাসার উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
0 comments: