নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের অভিষেক অনুষ্ঠান রোববার (৬ফেব্রুয়ারি) পরিষদ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
সকাল আটটায় স্থানীয় আলেম ওলামাদের নিয়ে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল দশটায় চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা নাঈমুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় শুরু হয় অভিষেক অনুষ্ঠানের আলোচনা সভা।
বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাতুজ্জামান দিপু ও চকরিয়া থানার ওসি মোঃ ওসমান গণি।
এসময় সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, আল বালাগুল মুবিন মাদরাসার পরিচালক মাওলানা মুফতি এনামুল হক, আশরাফুল উলুম মাদরাসা আবদুল মান্নান, ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার আহমদ, সাংবাদিক মাঈনুদ্দিন হাসান শাহেদ, চকরিয়া উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি শফিকুর রহমান, চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ আলম, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আবদুল কাদের আফেন্দি, ইউনিয়ন পরিষদের সচিব নুরুল কবিরসহ নবনির্বাচিত মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালীকে আনুষ্ঠানিকভাবে পরিষদের চেয়ারম্যান কার্যালয়ের চেয়ারে বসিয়ে দেন। তিনিও আনুষ্ঠানিকভাবে পরিষদের দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
0 comments: