নিজস্ব প্রতিবেদক :
শ্রমিক কল্যাণ চকরিয়া উত্তরের সভাপতি আব্দুল্লাহ বাহাদুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম রুহুল কাদেরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উত্তরের জ্যেষ্ঠ উপদেষ্টা মাওলানা ছাবের আহমদ ফারুকী।
তিনি বলেন,ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে শ্রমজীবি মানুষেরা মাতৃভাষার প্রকৃত মর্যাদা ফিরে পাবে। দাওয়াতি কাজের মাধ্যমে শ্রমিজীবি মানুষের কাছে ইসলামী শ্রমনীতির গুরুত্ব তুলে ধরার আহবান জানিয়ে মাওলানা ছাবের বলেন, দেশের দ্রব্য মূল্যের উর্ধ্ব গতিতে মানুষ চরমভাবে হতাশাগ্রস্ত।
সাধারণ মানুষ আজ তার বলার ভাষা টুকুও হারিয়েছে। ভাষার স্বাধীনতা নিশ্চিত করতে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের উর্ধ্ব গতি নিয়ন্ত্রণে আনতে হবে। এ জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।
তিনি বক্তব্যের এক পর্যায়ে বায়ান্নের ভাষা আন্দোলনে নিহত ভাষা শহীদ ও ভাষা আন্দোলনের রূপকার ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমের অসামান্য অবদানের কথা তুলে ধরে তাদের গভীরভাবে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহসিন।
এতে শ্রমিক কল্যাণ পেকুয়া উপজেলা সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম, চকরিয়া উপজেলা উত্তর শাখার উপদেষ্টা মাস্টার মোহাম্মদ মুসাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
0 comments: