শাহরিয়ার মাহমুদ (চকরিয়া টাইমস) :
চকরিয়ার মালুমঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হিন্দু সম্প্রদায়ের আপন পাঁচ ভাইয়ের পরিবারের মাঝে দেড় লাখ টাকার নগদ অর্থ সহায়তা প্রদান করেছে জেলা পুলিশ প্রশাসন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জেলা পুলিশের পক্ষ থেকে এসব নগদ আর্থিক অনুদান তুলে দেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম। তিনি নিহতের স্বজনদের পাশে বেশকিছু সময় কাটান এবং তাদের সমবেদনা জানান।
এসময় সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিক আলম, চকরিয়া থানার ওসি মো. ওসমান গনি ও ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরসহ স্থানীয় পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
0 comments: