নিজস্ব প্রতিবেদক :
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার ২১২তম বার্ষিক সভা শনিবার (১৯ ফেব্রুয়ারি) মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ফারুক হোছাইনের সার্বিক ধানে সকাল ৮টা থেকে শুরু হয় বার্ষিক সভার বর্ণাঢ্য কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম।
সভায় সকালে অধ্যয়নরত ছাত্রদের নিয়ে ক্বিরাত, না’ত-ই রাসুল (সঃ), ইসলামী সংগীত ও বিষয়ভিত্তিক উপস্থিত বক্তৃতাসহ উল্লেখিত ইভেন্টে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।
মাদরাসা গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দীনের সভাপতিত্বে বার্ষিক সভার মাহফিলে দেশের বরেণ্য ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ করেন।
এতে মাদরাসার প্রাক্তন ছাত্র চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসানুল ইসলাম আদরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দিনব্যাপি বার্ষিক সভা উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহে আলমের সার্বিক পরিচালনায় মঞ্চ সঞ্চালকের দায়িত্ব পালন করেন মুহাদ্দিস হাফেজ মাওলানা কামাল উদ্দিন ও মাওলানা মুহাম্মদ জিয়াউল করিম।
পরে সমাপনী অধিবেশনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, মাদরাসার সফলতা-সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাতের মধ্যদিয়ে চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার ২১২তম বার্ষিক সভার সমাপ্ত হয়।
0 comments: