নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চকরিয়া থানা পুলিশের আয়োজনে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত খেলায় এসআই গৌতম-রিপন টিমকে হারিয়ে ইরফান-চোমেল টিম টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে চকরিয়া থানার ওসি মোঃ ওসমান গণির সভাপতিত্বে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মোহাম্মদ তফিক আলম। তিনি খেলায় বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
খেলায় পরিচালকের দায়িত্ব পালন করেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. জাহেদ চৌধুরী।
0 comments: