চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ৬জন গুরুতর আহত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের ১নং ওয়ার্ড ছৈনাম্মারঘোনা এলাকায় ঘটনাটি ঘটেছে।
বিএমচর ইউনিয়নের হাসি সিকদার পাড়া এলাকার আলহাজ্ব নুরুল নুরুল হোছাইন সিকদারের পুত্র মনছুরুল হক (৫৫) লিখিত এজহার সুত্রে জানা যায়, তার মায়ের নামীয় স্বত্ব জমি দখলে নিতে আউশ ধানের চাষ কাজে রত জমির চাষাদেরকে জমিতে চাষে বাঁধা প্রদান করে দখলবাজ চক্র। জমি দখলে মরিয়া হয়ে ভুক্তভোগীদের রোপিত ধানী জমি নষ্ট করে ফেলে, তাতে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষ দখলবাজ পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বুড়ির পাড়া এলাকার নাসির উদ্দীন নোবেল হত্যার আসামী আলাউদ্দিনের নেতৃত্বে হামলার ঘটনাটি ঘটেছে।
হামলাকারীরা হলেন- বিএমচর ছৈন্যারমারঘোনা এলাকার মৃত আমিন ছোবাহানের পুত্র সরওয়ার আলম (৩৬), আমির মোহাম্মদ (২৫), আবু তাহের (৪০), তরি উল্লাহর পুত্র এনামুল হক (৩৮), বিএমচর দিয়ারচর এলাকার মৃত আবুল হাসেমের পুত্র ইছাহাক, নুরুল ইসলামের পুত্র আববাস উদ্দিন, ছৈন্যামারঘোনা এলাকার মৃত করিমদাদের পুত্র আবু হানিফ (৪২), জসিম উদ্দিনের পুত্র মোঃ বাচ্চু, পোষ্য পিতা আবুল হোছনের পুত্র আবদুল হামিদ, আবুল হোছনের পুত্র মোঃ শুয়াইব (২৫), মোঃ সাগর (২০), পূর্ব বড় ভেওলার মাইজপাড়ার মোক্তার আহমদের পুত্র মোঃ ইব্রাহিম (৩৫), গাজী পাড়া আলী মদনের পুত্র বাবুল (২৮), ছৈন্যারমারঘোনা এলাকার জসিম উদ্দিনের পুত্র মমতাজ আহমদ (২৫), ছরওয়ার আলমের পুত্র সোহেল মিয়া (২০), বিএমচরের শের আলীর পুত্র হেলাল উদ্দিন (৩৫) সহ ১০/১২ জন বহিরাগত লোক অবৈধ বন্দুক, দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।
আহতরা হলেন- জমির চাষা বিএমচর ইউনিয়নের পুচ্ছালিয়া পাড়ার মৃত গুরা মিয়ার পুত্র আবদুল মতলব (৫৫), পূর্ব বড় ভেওলা মাইজপাড়া এলাকার মৃত কবির আহমদের পুত্র রিয়াজ উদ্দিন (৫০), বাক্কার পাড়া এলাকার নুরুল ইসলাম বাবুলের পুত্র নেজাম উদ্দিন (২৫), মৃত সিরাজ আহমদের পুত্র নুরুল আবছার কালু (৩০), মৃত নুরুচ্ছফার পুত্র আবু তৈয়ব (২৮), মৃত মনির উল্লাহর পুত্র নুরুল ইসলাম বাবুল (৫০)কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয় লোকজন এগিয়ে এলে দখলবাজরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় থানায় এজাহারে জমা দিয়েছেন ভুক্তভোগী পরিবার।
তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওসমান গণি।
0 comments: