নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ ভূমিহীন উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সালেহ উদ্দিনের উপর বখাটে কর্তৃক সন্ত্রাসী হামলার ঘটনায় মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকসহ সর্বস্তরের জনসাধারণ।
রোববার (৬ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের সমাবেশ থেকে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি স্কুল ছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সংঘবদ্ধ বখাটেদল হামলা চালায় চরণদ্বীপ ভূমিহীন উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ উদ্দিনের উপর। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
0 comments: