নিজস্ব প্রতিবেদক :
শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ বালকদের ৮ টি বিভাগীয় দল নিয়ে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২। সকালে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
ক্রীড়া পরিদপ্তরের পরিচালক কে.এম আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে উপজেলা পর্যায়ে ডিসেম্বর ২০২১ থেকে বাছাই প্রক্রিয়া শুরু হয়।
বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের ফেব্রুয়ারি মাসে জেলা পর্যায়ে আবাসিক প্রশিক্ষণ দেয়া হয়। এরপর বিভাগীয় দল গঠনের জন্য প্রতিটি বিভাগে আবাসিক প্রশিক্ষণ প্রদান করার পর প্রতিভাবান খেলোয়াড়দের সমন্বয়ে ৮ টি বিভাগীয় দল গঠন করা হয়।
এই টুর্নামেন্ট থেকে বাছাই করা ৪৮ জন খেলোয়াড় নিয়ে ২৭ ফেব্রুয়ারি ২০২২ বিকাল ৩.৩০ টায় ৮ টি বিভাগীয় দল নিয়ে "শেখ রাসেল বিচ ফুটবল টুর্নামেন্ট- ২০২২" কক্সবাজারের লাবনি পয়েন্টে অনুষ্ঠিত হবে। এরপর ৪৮ জন প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে একমাসের আবাসিক উন্নত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এদিকে কক্সবাজারে রোববার (২৭ ফেব্রুয়ারি) লাবনি পয়েন্টে শেখ রাসেল বিচ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি।
0 comments: