শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
চকরিয়া উপজেলা ঠিকাদার সমিতির কার্যকরী কমিটির জরুরী সভা বুধবার (২ফেব্রুয়ারি) উপজেলা বিআরডিবি হল রুমে সমিতির সভাপতি আলহাজ্ব শফিকুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম কাজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাকারা ইউপি চেয়ারম্যান মো. সাহাবউদ্দীন, চিরিংগা ইউপির সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীন, জাকের আহম্মদ বাবু, কামাল উদ্দীন এমইউপি, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দীন কছির, নজরুল ইসলাম টিটু, ফরিদুল আলম, নুর বকস, আলী আহম্মদ, জুবাইরুল ইসলামসহ নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সমিতির নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে মনোনীত সদস্যরা হলেন- মিজানুর রহমান, আলহাজ্ব আবদুল হাকিম ও সরওয়ার আলম। তাদের নেতৃত্বে আগামী তিন মাসের মধ্যে সমিতির সভাপতি/সম্পাদক, সহ-সভাপতি, সহ-সম্পাদক, প্রচার, অর্থ ও ৫ সদস্য বিশিষ্ট উল্লেখিত পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সভা থেকে জানানো হয়।
সভা শেষে গুরুতর অসুস্থ সিনিয়র ঠিকাদার নুরুল কবিরকে সমিতির পক্ষ থেকে ৩০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
0 comments: