চকরিয়ায় ইভটিজিংয়ে বাঁধা : বখাটের হামলায় প্রধান শিক্ষক আহত

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় মোঃ সালেহ উদ্দিন (৪০) নামে এক প্রধান শিক্ষকের ওপর হামলা চালিয়েছে বখাটেরা। তাদের এলোপাথাড়ি কোপে তিনি গুরুতর আহত হন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।  তিনি চরন্দ্বীপ উপকূলীয় ভূমিহীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একই ইউনিয়নের মৃত হাজী মাওলানা হাবিবুর রহমানের ছেলে।

আহতের ভাই মোঃ শরীফুল ইসলাম জানান, একই ইউনিয়নের আবদুল হাফেজের ছেলে ইব্রাহিম খলিলসহ ৪/৫ জন বখাটে বিদ্যালয়ের নবম শ্রেনীপড়ুয়া এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় প্রতিনিয়ত উত্যক্ত করতো। এ নিয়ে ইতোমধ্যে শালিস-বিচারও হয়েছে। গত একসপ্তাহ আগেও একই ঘটনা ঘটলে আবারও বিচার হয়। বিচারে মুছলেকা দিয়ে ছাড়া পায় অভিযুক্ত ইব্রাহিম খলিল। 

কিন্তু এ ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে শুক্রবার (৪ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে চরণদ্বীপ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালেহ উদ্দিন বিদ্যালয় দেখবাল করে আসার সময় স্থানীয় ফুলকাটা সড়ক নামক রাস্তার মাথায় পৌঁছলে বখাটে ইব্রাহিম খলিল ও তার সহযোগি ৯নং ওয়ার্ডের বাসিন্দা গিয়াসউদ্দিনের ছেলে দিদারসহ ৪/৫জন বখাটে অতর্কিত হামলা করে। বখাটেরা ওই শিক্ষককে এলোপাথাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত করে। 

এ সময় প্রধান শিক্ষক সালেহ উদ্দিনের শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শী লোকজন ওই শিক্ষককে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত প্রধান শিক্ষকের অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে বলে পরিবার সূত্র জানায়। 

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মোঃ ওসমান গণি জানান, এখনও পর্যন্ত বিষয়টি কেউ জানায়নি; অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: