নিজস্ব প্রতিবেদক :
স্কাউটের জনক রবার্ট স্ট্রিপেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের ১৬৫ তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ স্কাউটস চকরিয়া উপজেলা শাখা।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) চকরিয়া কোরক বিদ্যাপীঠ কার্যালয়ে জ্যেষ্ঠ এ মানুষটির স্মরণে কেক কেটে জন্মদিন উৎসবের উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা স্কাউটসের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল আখের, অভিভাবক প্রতিনিধি মো. শওকত হোসেন ও মনছুর আলম।
এসময় উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম, স্কাউট নেতা বিদ্যাপীঠের শিক্ষক মো. আনসারুল করিমসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
0 comments: