কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : 

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শনিবার (২৬ফেব্রুয়ারি) আইনজীবী সমিতির কার্যালয়ে ব্যাপক উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। 

এতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে সভাপতিসহ ৯টি পদে এবং জামায়াত-বিএনপি সমর্থিত প্যানেলে সাধারণ সম্পাদকসহ ৮টি পদে বিজয় লাভ করেছেন। 

আইনজীবী ভোটারদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটিতে নির্বাচিতরা হলেন- সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আবু তাহের, এডভোকেট মো. নাজিমউদ্দীন, সাধারণ সম্পাদক এডভোকেট তাওহীদুল আনোয়ার, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট সাহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) এডভোকেট মো. আকতার হোসেন, পাঠাগার সম্পাদক এডভোকেট জিয়াউদ্দিন বাবলু মিয়া ও আপ্যায়ন সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম। 

এছাড়া সদস্য পদে যথাক্রমে- এডভোকেট ইসহাক, এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, এডভোকেট আমান, এডভোকেট রিদুয়ান, এডভোকেট শবনম মোস্তারী, এডভোকেট মোস্তাক আহমেদ চৌধুরী, এডভোকেট সাদেক উল্লাহ, এডভোকেট ইফতিকার মাহমুদ ও এডভোকেট আবুল কাশেম নির্বাচিত হন।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: