নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার ১০নং চিরিংগা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের প্রথম সভা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পরিষদ কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩ফেব্রুয়ারি) শুরুতে ফিতা কেটে সভার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জামাল হোসেন চৌধুরী।
পরপরই ফুলেল শুভেচ্ছায় চেয়ারম্যান-মেম্বারদের বরণ করেন ইউপি সচিবসহ গ্রাম পুলিশের ইউনিয়ন টিম।
আনুষ্ঠানিকতা শেষে নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সচিব মো. আতাউল গণি পারভেজের সঞ্চালনায় প্রথম সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।
এসময় পরিষদের ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যরা উপস্থিত ছিলেন।পরে পরিষদের কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী।
0 comments: