শাহজালাল শাহেদ (চকরিয়া) :
চকরিয়া উপজেলার বিএমচর বেতুয়াবাজারস্থ ঐতিহ্যবাহী নারী শিক্ষার্থীদের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২।
সোমবার (২১ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। র্যালি শেষে মাদরাসা মিলনায়তনে বই পাঠ, একুশের চেতনা সংক্রান্ত প্রবন্ধ পাঠ, শুদ্ধ বানান প্রতিযোগিতা, স্ব-রচিত ছড়া ও কবিতা পাঠ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ কবির হোসাইনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক এস.এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার গর্ভনিং বডির সভাপতি মুহাম্মদ মনজুরুল কাদের টুক্কু।
এসময় মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ মুহাম্মদ গোলাম মওলা, উপাধ্যক্ষ মাওলানা জাফর আলম, শিক্ষকদের মধ্যে মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, জুনাঈদ ফরায়েজী, সিনিয়র শিক্ষক নুরুল কাদের সহকারী শিক্ষক আব্দুল মালেকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাতসহ জীবিত ভাষা সৈনিকদের দীর্ঘায়ূ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
0 comments: