শাহরিয়ার মাহমুদ রিয়াদ (চকরিয়া টাইমস) :
চকরিয়ার হারবাংয়ে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের প্রথম সভা হারবাং ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্ত্বরে সম্পন্ন হয়েছে।
বুধবার (২ফেব্রুয়ারি) সকাল ১০টায় চেয়ারম্যান মেহেরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সচিব সালাহউদ্দিন কাদেরের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিক আলম ও চকরিয়া থানার ওসি মো. ওসমান গণি।
এসময় হারবাং ইউপির সাবেক চেয়ারম্যান মিরানুল ইসলাম, জেলা পরিষদ সদস্য লায়ন মো. কমরউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে পরিষদের ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে পরিষদের দাপ্তরিক কার্যক্রম শুরু করেন চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন।
0 comments: