স্পোর্টস রিপোর্টার :
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত কক্সবাজার জেলা ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০২২ এর বুধবার (১৬ফেব্রুয়ারি) ম্যাচ দুই ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান মাঠে অনুষ্ঠিত ব্রাদার রামু বনাম রুবেল স্মৃতি সংসদ এর ম্যাচে রুবেল স্মৃতি সংসদ ৩ উইকেট এ জয়লাভ করে।
ম্যাচে টচে জিতে ব্রাদার রামু ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৭ রানের স্কোর সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ শফিক-৪৩, নজরুল-৪৩ ও সিয়াম- ২২ রান করে। রুবেল স্মৃতি এর পক্ষে সর্বোচ্চ বক্কর-২টি, সামি-২টি , রাজু ২টি ও ফাহিম- ১টি উইকেট লাভ করে।
ব্রাদার রামু ১৯৮ রানের টার্গেটের বিপরীতে ব্যাট করতে নেমে রুবেল স্মৃতি সংসদ ৪৩.৩ ওভারে ০৬ উইকেটে ২০৩ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ বক্কর-৭১, আবিদ-২৩ ও ফাহিম-২১ রান করে। ব্রাদার্স এর পক্ষে সর্বোচ্চ শাহেদ, জুনাইদ, হোছাইন, শফিক ও রাহাত প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করে।
এদিকে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিক মাঠে অনুষ্ঠিত অপর ম্যাচে বদর মোকাম স্পোর্টিং ক্লাব বনাম বাঁশকাটা ক্রীড়া সংস্থা এর মধ্যে অনুষ্ঠিত ম্যাচে বদরমোকাম স্পোর্টি ক্লাব ৫ উইকেটে জয় লাভ করে। টসে জিতে বাশকাটা ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ কাউছার- ৫৪, মিজান-৪০ ও আব্দুল্লাহ -২৫ রান করে। বদরমোকাম এর পক্ষে সর্বোচ্চ রফিক- ২টি, আতিক-২টি ও সাগর- ২টি উইকেট পায়।
২১৬ রানের টার্গেটের জবাবে বদর মোকাম স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ৩৩.৪ ওভারে মাত্র ৫ উইকেট এর বিনিময়ে জয় সূচক ২১৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সালাউদ্দিন-৪৪, শাহাজাহান-৩৮ ও তানভির-৩৬ রান করে। বাশকাটার পক্ষে সর্বোচ্চ বোরহান- ২টি, কাউছার-১টি ও সাদ্দাম-১টি ইউকেট পায়।
বৃহস্পতিবার (১৭ ফেব্রয়ারি) শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম ভেন্যুর প্রধান মাঠে মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ বনাম বদরমোকাম স্পোর্টিং ক্লাব এবং অপর একাডেমিক মাঠ ভেন্যুতে কলাতলী ক্রিকেট ক্লাব এর বিপরীতে মাঠে নামবে ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ।
মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অনুপ বড়ুয়া, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, কোষাধ্যক্ষ একেএম. রাশেদ হোছাইন নান্নু, ক্রিকেট সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন, নির্বাহী সদস্য রতন দাশ, মোঃ আলী রেজা তসলীম, ওমর ফারুক ফরহাদ, আজমল হুদা, সাধারণ পরিষদ সদস্য সরওয়ার রোমন, ছৈয়দ করিম, আবছার করিম, মোঃ রুমেল, তরুপ বড়ুয়া, শাহাজাহান আনসারী প্রমুখ। স্বাস্থ্যবিধি মেনে উক্ত খেলা সমূহ উপভোগ করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন ক্রিকেট সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন।
0 comments: