নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাওলানা সাহাব উদ্দিন মুন্সির নামাযে জানাযা শুক্রবার (১৮ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফুলতলা স্টেশন চত্ত্বরে সম্পন্ন হয়েছে। বিশাল নামাযে জানাযার ইমামতি করেন মরহুমের ভাতিজা ডুলাহাজারা রিংভং বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা ইয়াসিন আকবর ইমরান।
জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এসময় চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ.কে.এম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, মরহুমের ছোটভাই বাটাখালী নূরীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ওসমান গণি, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, আব্দুর রহিম, সাবেক কাউন্সিলর নুরুল আমিন, সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শওকত হোসেন, তরুণ বিএনপি নেতা আকতার ফারুক খোকন, চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, যুবনেতা শাহজাহান মনির, মরহুমের ছেলে চকরিয়া পৌরসভা ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাঈনউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নামাযে জানাযায় সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।
চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্ববাটাখালী ফুলতলা গ্রামের বাসিন্দা বিএনপি নেতা মাওলানা সাহাবউদ্দিন মুন্সি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকাল পৌঁনে ৩টার দিকে নিজ বাসভবনে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। বিএনপি নেতা সাহাবউদ্দিন পেশায় আইনজীবী সহকারী ছিলেন।
0 comments: