শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
চকরিয়ায় দিনব্যাপি প্রাণীসম্পদ প্রদর্শনী বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা পশু হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চকরিয়ার আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সুপন নন্দী।
দুপুর দেড়টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পরিদর্শন ও বক্তব্য করেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।
এরআগে দুপুর বারোটায় অতিথি হিসেবে এ কার্যক্রম পরিদর্শন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা ভাইস চেয়ারম্যান মকসুদুল হক, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী ও জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জোতির্ময় ভৌমিক।
এসময় উপজেলা কৃষি অফিসার মোঃ এস.এম নাছিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসাইন চৌধুরী, স্থানীয় এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরীসহ সংশ্লিষ্ট দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপি এ প্রদর্শনীতে ২১টি স্টলে প্রাণীসম্পদ সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
0 comments: