নিজস্ব প্রতিবেদক:
সভায় সভাপতিত্ব করেন চকরিয়া নার্সারী মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মহিউদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট চকরিয়া নার্সারী মালিক সমবায় সমিতি লিঃ'র নিন্মোক্ত কমিটি গঠন করা হয়।
কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি সালাহ উদ্দিন (সুবজ নার্সারী), সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম (মালঞ্চ নার্সারী), সাধারণ সম্পাদক মুবিনুল হক (আল মদিনা নার্সারী), সহ-সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর কবির (সবুজ নার্সারী-২), সাংগঠনিক সম্পাদক মো: আবদুর রহিম (মায়ের দোয়া নার্সারী), সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমদ (জননী নার্সারী), অর্থ সম্পাদক ছৈয়দ হোসাইন (খাজা নার্সারী), সহ অর্থ সম্পাদক ছৈয়দ আলম (ছোট নার্সারী), প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম (ভাই ভাই নার্সারী), কার্যকরি সদস্য মনির হোছাইন ও মো: আবদু শুকুর (সাফারী নার্সারী)।
0 comments: