নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে ফেনসিডিলসহ দিলরুবা বেগম মিনু (৩৬) নামে একজন নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে শহর পুলিশ ফাঁড়ি।
রোববার (৩০জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে শহর পুলিশ ফাঁড়ির একটি টিম কক্সবাজার পৌরসভার তারাবনিয়ারছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। আটক নারীর কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ধৃত নারী কক্সবাজার শহরের ৪নং ওয়ার্ড উত্তর তারাবনিয়ারছড়ার বাসিন্দা আদনান ইশতিয়াক ওরফে অপুর স্ত্রী।
পুলিশ জানিয়েছে, ফেনসিডিলসহ আটক নারীর বিরুদ্ধে মাদকসহ সংশ্লিষ্ট আইনে দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সূত্র জানায়।
0 comments: