স্পোর্টস রিপোর্টার :
“মাদককে না বলুন, তারুণ্যের জন্য ক্রীড়াই সংস্কৃতি” এ স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষ্যে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী প্রদত্ত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫জানুয়ারি) মগবাজারস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া পৌরসভার দ্বিতীয়বারের নির্বাচিত মেয়র মো. আলমগীর চৌধুরী।
এসময় আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম, সচিব মাসউদ মোরশেদ, নারী কাউন্সিলর আনজুমান আরা, ফোরকান আরা, কাউন্সিলর জাফর আলম, কাউন্সিলর নুরুল আমিন, কাউনিন্সল মো. বেলাল উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় চুনতী শাহসূফী ক্রিকেট একাডেমিকে হারিয়ে শুভ সূচনা করে চকরিয়ার আবুল হাসনাত স্মৃতি সংসদ ক্রিকেট একাদশ।
0 comments: