নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর দক্ষিণ ঘুনিয়ায় ৬৫ লক্ষ টাকা ব্যয়ে দ্বিতলা বিশিষ্ট কমিনিউটি ক্লিনিক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩০জানুয়ারি) সকাল ১১টার দিকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন হেলালী।
এসময় আইএমও কর্মকর্তা মেহেদী হাসান, কমিনিউটি হেলথ কেয়ার প্রোভাইডার মাইনুল হোসেন হিরু চৌধুরী, ইউপি সদস্য তৌহিদুল ইসলাম তুহিন, জমির উদ্দীন, আবুল হাসেম ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য রোজিনা আক্তার, যুবলীগ নেতা হাসনাত মুহাম্মদ ইউসুফ, ছাত্রলীগ নেতা সাকিব ও শামীমসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী উপস্থিত সকলকে সাথে নিয়ে কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজের অগ্রগতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাতে অংশগ্রহণ করেন।
0 comments: