নিজস্ব প্রতিবেদক :
জাতীয় ৫০তম শীতকালীন স্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে ‘খ’ গ্রুপ (উপাঞ্চল) চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ ক্রিকেটদল। গতকাল সোমবার চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুইটি খেলা অনুষ্ঠিত হয়।
এতে চকরিয়া কোরক বিদ্যাপীঠ ক্রিকেটদল চকরিয়া গ্রামার স্কুলকে ১০০ এবং চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে ৫৭ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।
এদিকে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে ‘খ’ গ্রুপ উপাঞ্চল চ্যাম্পিয়ন হওয়ায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ ক্রিকেটদলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব ফজলুল করিম সাঈদী ও প্রধান শিক্ষক মো. নুরুল আখের।
0 comments: