শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
কক্সবাজারে অরুণোদয় স্কুলের মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ এর আওতায় জেলা ক্রীড়া অফিস কক্সবাজারের আয়োজনে অরুণোদয় স্কুল কক্সবাজারের সহযোগিতায় ২দিনব্যাপি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
বুধবার (১২জানুয়ারি) বিকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান।
তিনি তার বক্তব্যে বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের মধ্যে লুকিয়ে আছে বিশেষ বিশেষ বিষয়ে সুপ্ত প্রতিভা। এই প্রতিভাকে খুঁজে বের করে আনার মাধ্যমে বিকশিত করার সুযোগ করে দেয়া আমাদের দায়িত্ব।
জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল কাশেম, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ বশির উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অনুপ বড়ুয়া অপু, অরুণোদয় স্কুলের প্রধান শিক্ষক মো. শাহ জালাল প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এদিকে এ ক্রীড়া উৎসবে জেলার ১৩০জন বালক ও বালিকা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা করবে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি।
0 comments: