নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় হামলা চালিয়ে ধারালো অস্ত্রের আঘাতে লতিফ উল্লাহ (৩৬) নামের এক ব্যবসায়িকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার ব্যবসা প্রতিষ্ঠানের টাকাও লুট করে নিয়ে যায় তারা।
সোমবার (৩ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে পৌরশহরের ২নং ওয়ার্ডের হাইস্কুল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ি লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুফীপাড়া মৃত ইলিয়াছ সওদাগরের ছেলে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হাইস্কুল সড়কের পাশে লতিফ উল্লাহর মালিকাধীন কোমল পানীয়সহ বিভিন্ন পন্যের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাত সাড়ে দশটার দিকে ব্যবসার কাজ সেরে দোকান বন্ধ করার সময় ৩-৪ জনের একটি দল অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। তাদের কাছে থাকা ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে ব্যবসায়ি লতিফ উল্লাহ গুরুতর আহত হয়।
সূত্রে প্রকাশ, হামলাকারীরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষ লতিফকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এসময় সন্ত্রাসীরা দোকানের নগদ টাকাও লুট করে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে একটি হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করেছে।
চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দা উদ্ধার করা হয়েছে
0 comments: