শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস):
চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান প্রদত্ত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ পৌরশহরের ৮নং ওয়ার্ডে স্থানীয় মাঠে শুরু হয়েছে।
শুক্রবার (৭জানুয়ারি) বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র তরুণ রাজনীতিবিদ শহিদুল ইসলাম ফোরকান বি.এ (অনার্স) এম.এ। উদ্বোধক ছিলেন খেলার আয়োজক সাবেক ছাত্রনেতা এম. কাইছার হামিদ। প্রধান অতিথি ও উদ্বোধক এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় লামা আলীকদম শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক আহমদ, হাছনা খানম, মনজুর মোর্শেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় সাহারবিল ক্রিকেট দলকে ৪৬রানে হারিয়ে পূর্ব বড়ভেওলা ক্রিকেটদল জয়লাভ করে।
এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন পূর্ব বড়ভেওলা ক্রিকেটদলের খেলোয়ার্ড আবুল হাসেম।
0 comments: