নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাফেজ মো. শোয়াইব (২৭) নামে ইউনিক পরিবহন কক্সবাজারস্থ কাউন্টারের একজন স্টাফ নিহত হয়েছে। রোববার (৩০জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলহাজারাস্থ পাগলিরবিল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শোয়াইব উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল সাতঘরিয়াপাড়া গ্রামের বাসিন্দা মৃত হোসেন আলীর ছেলে। তিনি দেড় বছরের কন্যা সন্তানের জনক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার ভোরে ফজরের নামযের পর শোয়াইব নিজ কর্মস্থল কক্সবাজারস্থ ইউনিক পরিবহন কাউন্টার কার্যালয়ে যাওয়ার জন্য পাগলিরবিল বাড়ি থেকে বেরিয়ে ব্রিজ এলাকায় সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। পথিমধ্যে কক্সবাজারমুখী তেলের ট্যাংকবাহী একটি গাড়ি আকস্মিক ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় হাফেজ শোয়াইব।
নিহতের বন্ধুরা জানিয়েছেন, হাফেজ মো. শোয়াইব ডুলাহাজারা আরবিয়া মারুফিয়া আলিম মাদরাসার দাখিল ২০১৫ এবং আলিম ২০১৭ ব্যাচের ছাত্র ছিলেন।
0 comments: