নিজস্ব প্রতিবেদক :
ডিজিএফআই কক্সবাজার অফিসের সাবেক পরিচালক ও টেকনাফ বিজিবির সাবেক সিও সেনা কর্মকর্তা কর্ণেল আবুজার আল জাহিদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (৩০জানুয়ারি) রাত পৌঁনে আটটার দিকে তিনি ঢাকার সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
একাধিক সূত্রে প্রকাশ, বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সাহসী অফিসার কর্ণেল আবুজার আল জাহিদ গত সোমবার (২৪জানুয়ারি) মাথায় আঘাতজনিত রক্তক্ষরণের কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি সেখানে সফল অপারেশন শেষে গভীর পর্যবেক্ষণে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে।
অবশেষে রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। কর্ণেল আবুজার আল জাহিদ সেনা অফিসার হিসেবে সর্বশ্রেণির মানুষের কাছে অত্যন্ত অমায়িক, সৎ ও নিষ্ঠাবান ছিলেন।
0 comments: