শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর চকরিয়া তানজিমে আহলে হক্বের সভাপতি সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন মাওলানা সোহাইব নোমানীর নামাযে জানাযা মঙ্গলবার (৪জানুয়ারি) বিকাল ৪টায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসা সংলগ্ন ময়দানে সম্পন্ন হয়েছে। এতে ইমামতি করেন মাওলানা খতিবে আজমের জামাতা ও মরহুমের ভগ্নিপতি বিশিষ্ট শিক্ষাবিদ ড. প্রফেসর মাওলানা আ.ফ.ম খালিদ হোসাইন। অসংখ্য আলেমের ওস্তাদ মরহুম মাওলানার জানাযায় শতশত আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের ঢল নামে। এটি বরইতলীর ইতিহাসে স্মরণকালের জানাযা বলে মনে করেন সেখানকার বিজ্ঞজন।
জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হাটহাজারী মাদরাসার শিক্ষাবিভাগের পরিচালক মুফতি জসিম উদ্দিন, ফোরকান আহমদ, সরওয়ার কামাল আজিজি, ফাঁসিয়াখালী আল বালাগুল মুবিন মাদরাসার পরিচালক মুফতি এনামুল হক, মুফতি আবু তাহের, চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজের সাবেক শিক্ষক প্রফেসর ড. আ.ফ.ম খালিদ হোসাইন ও মরহুমের ছেলে ডাঃ রাকিব প্রমুখ।
বরইতলী ফয়জুল উলুম মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা সোহাইব নোমানী (৭৮) সোমবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। এরআগে সোমবার সন্ধ্যার পর থেকে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে পার্কভিউতে লাইফ সাপোর্টে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে ও ৪মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
উল্লেখ্য, মাওলানা সোহাইব নোমানী তদানীন্তন পাকিস্তান জমিয়ত উলামা ইসলাম ও নেজামে ইসলাম পার্টির প্রধান এবং বাংলাদেশ ইসলামী ডেমোক্রেসি লীগের চেয়ারম্যান বরেণ্য আলেমেদ্বীন খতিবে আযম মাওলানা ছিদ্দিক আহমদের দ্বিতীয় ছেলে। অবসরপ্রাপ্ত জেলা জজ কাওছার নোমানী এবং ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজের সাবেক প্রিন্সিপাল রেজাউল করিম ছিদ্দিকীর বড়ভাই। তিনি দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে বরইতলী ফয়জুল উলুম মাদরাসার প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। চকরিয়া তানজিমে আহলে হক্বের সভাপতি মাওলানা সোহাইব নোমানী প্রতিবছর চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসা (শাহারবিল মাদরাসা)’র বার্ষিক সভায় সভাপতি হিসেবে আসন অলংকৃত করতেন।
বিভিন্ন মহলের শোক:
বিশিষ্ট আলেমেদ্বীন সর্বজন শ্রদ্ধেয় মাওলানা সোহাইব নোমানীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বরইতলীর বাসিন্দা সাবেক এমপি এ.এইচ সালাহউদ্দিন মাহমুদ, চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম গিয়াস উদ্দিন, চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রুহুল কুদুস আনোয়ারী আল আযাহারী, উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, বরইতলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সালেকুজ্জামান প্রমুখ ব্যক্তিবর্গ। শোকদাতাগণ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
0 comments: