নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের বহুল প্রচারিত দৈনিক হিমছড়ি পত্রিকার চকরিয়া সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন চকরিয়া প্রেসক্লাবের সদস্য মোঃ ইউসুফ বিন হোসাইন।
বৃহস্পতিবার (২৭জানুয়ারি) দৈনিক হিমছড়ির প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে পত্রিকাটির সম্পাদক হাসানুর রশীদ শিক্ষানবিশ প্রতিনিধি ইউসুফ বিন হোসাইনকে চকরিয়া সংবাদদাতা হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
অনুষ্ঠানে দৈনিক হিমছড়ির প্রকাশক আলী হাসান চৌধুরী, সাবেক সম্পাদক শামসুল হক শারেকসহ পত্রিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদকর্মী ইউসুফ বিন হোসাইন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার চকরিয়া সংবাদদাতা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
0 comments: