শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বীর মুক্তিযোদ্ধা ইউসুফ হারবাং ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ মিরানের পিতা।
মরহুমের বড়ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান জানান, রাত ১টার দিকে তার পিতা বীর মুক্তিযোদ্ধা ইউসুফ শারীরিকভাবে অসুস্থতাবোধ করলে চকরিয়া জমজম হাসপাতালে আনা হয়। হাসপাতালে নেয়ার পথে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তিনি মারা যাওয়ার বিষয়টি পরিবারকে নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৭জানুয়ারি) দুপুর দুইটায় হারবাং হাইস্কুল মাঠে মরহুম মুক্তিযোদ্ধার নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
0 comments: