বার্তা পরিবেশক :
শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী অসহায় শ্রমজিবি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২ জন চিকিৎসক শতাধিক রোগীকে এ ক্যাম্পে সেবা দান এবং ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সহ-সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, আমাদের দেশে ধনী এবং অসহায় শ্রমজিবি দরিদ্রের ব্যবধান দিন দিন বেড়ে চলেছে। মানুষের মৌলিক অধিকার চিকিৎসা ক্ষেত্রে চলছে বৈষম্য। ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে তার সুফল জনতার দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে ঐক্যবদ্ধ কাজের বিকল্প নেই।
তিনি শুক্রবার (২১জানুয়ারি) কক্সবাজার শহরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ক্যাম্পের সার্বিক তথ্যবদানে ছিলেন কক্সবাজার শহর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজান, ছাত্র নেতা সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা মোহাম্মদ মোস্তফা প্রমুখ।
0 comments: