শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস):
কক্সবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অরুণোদয় স্কুলের মাঠে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৩জানুয়ারি) সন্ধ্যায় জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অনুপ বড়ুয়া অপু, স্কাউট লিডার মো. ফরিদুল আলম, অরুণোদয় স্কুলের প্রধান শিক্ষক মো. শাহ জালাল প্রমুখ।
অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ এর আওতায় অরুণোদয় স্কুল কক্সবাজারের সহযোগিতায় বুধবার দুই দিনব্যাপি এ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
0 comments: