নিজস্ব প্রতিবেদক :
আঁরা মলই চেয়ারম্যানরে আবারো খুটাখালীর চেয়ারম্যান চাই-এভাবে বলে বেড়াচ্ছেন স্থানীয় ছৈয়দুল হক নামের এক যুবক। তাঁর মতো এলাকার অনেক নারী-পুরুষ এমনই বলে বেড়াচ্ছেন। বিগত ১১ বছরে এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন।
তিনিই হচ্ছেন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দু'বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান।
আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগনের মনোনীত হলেন তিনি। এ কারনেই ইউনিয়নের সাধারণ জনগণ পূণরায় চেয়ারম্যান হিসেবে তাঁকে নির্বাচিত করতে চাই।
সরজমিন ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দু'বারের সফল চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমানকে চেয়ারম্যান হিসেবে আবারো চাই স্থানীয়রা। ইতিমধ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ জনগণ তাঁকে আবারো চেয়ারম্যান করতে ঐক্যবদ্ধ হয়ে উঠান বৈঠক, মিটিং ও মিছিল শুরু করেছেন। যার কারনে ইউনিয়নের চারদিকের জনগণের মুখে মুহাম্মদ আবদুর রহমানের ব্যাপক সুনাম ও জনপ্রিয়তার কথা শুনা যায়৷
মুহাম্মদ আবদুর রহমানের এতো সুনাম ও জনপ্রিয়তা কেন? জানতে চাইলে স্থানীয়রা জানায়, খুটাখালীতে অতীতে অনেক চেয়ারম্যান এসেছে গিয়েছে কিন্তু মুহাম্মদ আবদুর রহমানের মতো চেয়ারম্যান আসেনি। তার ১১ বছর ক্ষমতায় খুটাখালীর চারদিকে প্রচুর কাজ হয়েছে, কমেছে নানান অপরাধ।
ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরীব দুঃখী ও সাধারণ জনগণের উন্নয়নসহ কৃষি, ক্রীড়া, শিক্ষা ও সামাজিক উন্নয়ন হয়েছে। এলাকার কোনো অন্যায়কারী, জুলুমবাজ, মাদক কারবারি, অসাধু ব্যবসায়ী ও লোকেরা তার কাছ থেকে পশ্রয় পাইনি। সত্য ও ন্যায়ের পক্ষে সবসময় কথা বলেছেন৷ খারাপ লোকদেরকে সুযোগ না দেওয়ায় তাঁরা চেয়ারম্যানের বিরোধিতা করেছেন তবুও দমে যায়নি এই চেয়ারম্যান।
তারা আরও জানান, সুখে দুখে সবসময় চেয়ারম্যানকে সাধারণ জনগণ পাশে পেয়েছে। জনগণের প্রয়োজনে গভীর রাতেও ছুটে এসেছেন জনগণের কাছে৷ তিনি সাদা মনের উদার মানসিকতার ও সামাজিক মানুষ। নিজেকে চেয়ারম্যান হিসেবে পরিচয় দেয়নি কোনোদিন। একজন সেবক হিসেবে মানুষের সাথে মিশে কাজ করে যাচ্ছেন।
এমন একজন চেয়ারম্যানকে পূনরায় চেয়ারম্যান করতে স্থানীয় জনগণ ঐক্যবদ্ধ। নানা বাঁধা আসলেও চেয়ারম্যানের জন্য ভোট করবে তাঁরা। এবারো বিপুল ভোটে মুহাম্মদ আবদুর রহমান চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত হবে এমনতর আশাবাদ করেছেন স্থানীয়রা।
জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান ও মোটর সাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আবদুর রহমান বলেন, জনগণের বিপুল ভোটে চেয়ারম্যান হয়ে খুটাখালীবাসীর জন্য বিগত ১১ বছরে সেবক হিসেবে কাজ করেছি। জনগনের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হয়েছি। জনগণ আমাকে আবারো চাচ্ছে আমি জনগণকে হতাশ করবো না। খুটাখালীবাসীর সাথে ছিলাম আছি ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ।
Players can proceed to put bets because the ball spins around the wheel until the vendor announces "no extra bets" or "rien ne 카지노사이트 va plus". The roulette wheel is marked with numbers 1 – 36 and the symbols “0” and “00.” The numbers are alternately colored pink and black and the “0” and “00” are green. Color and quantity combos offer a variety of|quite a lot of|a big selection of} betting options for an exciting gaming experience.
ReplyDelete