চকরিয়া টাইমস ডেস্ক :
নির্বাচনী প্রচারণায় খুটাখালীবাসীর উদ্দেশ্যে দুইবারের নির্বাচিত চেয়ারম্যান তৃতীয়বারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবদুর রহমান নিজ ফেসবুক টাইমলাইনে যা বলেছেন তা হুবুহু তুলে ধরা হয়েছে।
আসসালামু আলাইকুম,
নির্বাচনী প্রচারণায় আমাদের মোটরসাইকেল প্রতীকের মিটিং মিছিলে কোন প্রকার বাঁশি বাজানো যাবেনা, এটি সম্পূর্ণ ভাবে নিষেধ। এমনকি উশৃংখল বলতে যা কিছু বুঝানো হয়, এইরকম কোনকিছুই করা যাবে না। নিয়ম ও আইন বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে মিটিং মিছিল ও সভাসমাবেশ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল।
নামাজের সময় প্রচারণা বিরতি রাখা বাধ্যতামূলক। স্কুল বা হাসপাতালের সামনে মাইকিং দীর্ঘক্ষণ সময় নেওয়া যাবে না।
মাথায় রাখতে হবে প্রায় বাড়িতে ছাত্র ছাত্রীর পড়াশোনা ও বৃদ্ধা বা অসুস্থ মানুষ থাকতে পারে। এলাকার সাধারণ মানুষের কোন প্রকার বিরক্তিকর আচরণ প্রদর্শন যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।
আমাদের প্রচারণাকালীন সময়ে যদি অন্য কোন প্রার্থী ভাই'দের প্রচারণা আমাদের মুখোমুখি হয় তাহলে তাদের সর্বোচ্চ সম্মান দিয়ে খানিকের জন্য নিরবতা পালন করতে হবে, তারা আমাদের হতে পাশকাটিয়ে চলে গেলে আমাদের প্রচারণা আবার চালু হবে।
তথ্যটি পড়ার জন্য ও অন্যের নিকট পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভেচ্ছান্তে,
মাওলানা আবদুর রহমান
চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান (দুইবারের নির্বাচিত)
খুটাখালী ইউনিয়ন পরিষদ।
চকরিয়া, কক্সবাজার।
0 comments: