স্থগিত কেন্দ্রে সুষ্ঠু ভোট ব্যবস্থাপনার দাবি বারবাকিয়ার চেয়ারম্যান প্রার্থী বদিউল আলমের

নিজস্ব প্রতিবেদক : 

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের স্থগিত ৬নং ওয়ার্ড কেন্দ্রের ভোট অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দুইবারের নির্বাচিত চেয়ারম্যান সর্বজন শ্রদ্ধেয় অধ্যক্ষ মাওলানা এইচ.এম বদিউল আলম। 

মঙ্গলবার (২৮ডিসেম্বর) দুপুর বারোটায় নিজবাড়িতে স্থগিত কেন্দ্রে গোলযোগের ফের শংকা প্রকাশ করে বহিরাগত ও লেলিয়ে দেয়া সন্ত্রাসী কর্তৃক ভোটারদের হয়রানি বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। 

এতে তিনি লিখিত বক্তব্যে বলেন, আগামীকাল বৃহস্পতিবার বারবাকিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড স্থগতি কেন্দ্রের (ফাঁশিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ জুড়ে চশমা প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর হামলাসহ হুমকি-ধামকি চালিয়ে যাচ্ছে প্রতিদ্বন্দ্বি  চেয়ারম্যান প্রার্থী জি.এম আবুল কাশেম ও তাদের লেলিয়ে দেয়া বাহিনী। 

মাওলানা বদিউল আলম সংবাদ সম্মেলনে দাবি করেন, তার নির্বাচনী এজেন্ট ও কর্মী সমর্থকদের নির্বাচনী কার্যক্রমে বাধা প্রদান করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রে না আসতে হত্যার হুমকি দিচ্ছে। এমনকি গত ২৬ডিসেম্বর রোববার নির্বাচনী কেন্দ্র এলাকার বিভিন্ন স্থানে সশস্ত্র মহড়া দিয়ে গুলী ছোঁড়ে ভীতিকর পরিবেশ তৈরি করে। 

তিনি আরো জানান, অনাকাংখিত পরিস্থিতি সৃষ্টিতে প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমানে নানান আয়োজন সম্পন্ন করেছে। ওই কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার শংকা প্রকাশ করে উদ্বেগ-উৎকণ্ঠার সাথে তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) স্থগিত ফাঁসিয়াখালী সরকারি বিদ্যালয় কেন্দ্রে নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলার মাধ্যমে অবাধ সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা ও নজরদারি কামনা করছি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: