বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসন্ন ৮নং ফাসিয়াখালী ইউনিয়ন
পরিষদ নির্বাচনে জনগণের মনােনীত
চেয়ারম্যান পদপ্রার্থী সৎ ও যােগ্য নেতৃত্বের অধিকারী, তারুণ্যের প্রতীক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর, চকরিয়ার সর্বজন
শ্রদ্ধেয় আলেমেদ্বীন মরহুম আলহাজ্ব মাওলানা আব্দুস সােবহান (রহঃ) এর সুযােগ্য সন্তান, সভাপতি: হাজিয়ান ইসলামীয়া দাখিল মাদ্রাসা ও দক্ষিণ হাজিয়ান পুরাতন জামে মসজিদ। চেয়ারম্যান: নর্দান পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম।
প্রিয় ফাসিয়াখালী ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম/নমস্কার
আসন্ন ৮নং ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মােঃ কুতুব উদ্দিন এর নির্বাচনী ইশতেহার:
১। ইউনিয়ন পরিষদের সকল সেবা সরকারী বিধি মােতাবেক সকল নাগরিকদের ভােগান্তিহীন ভাবে প্রদান করা।
২। গরীব দুঃখী অসহায় মানুষের প্রাপ্য অধিকার ও নায়বিচার নিশ্চিত করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।
৩। গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য নৈতিক ধর্মীয় শিক্ষা ও বৃত্তির সুব্যস্থা করে একটি শিক্ষা বান্ধব ইউনিয়ন গড়ে তােলা।
৪। ফাসিয়াখালী ইউয়নের সকল মজজিদ কেন্দ্রিক বয়স্ক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা হেফজখানা নূরাণী মাদ্রাসা মক্তব প্রতিষ্ঠা সহ সকল মসজিদ, মন্দির, বিহার, গির্জা ও সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা।
৫। আন্তঃ ইউনিয়ন ও গ্রামীন দুর্গম এলাকার যােগাযােগ ব্যবস্থা উন্নয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সড়ক, কালভাট নির্মাণ ও বেড়িবাঁধ রক্ষার ব্যবস্থা করা।
৬। বন্যা কবলিত এলাকা চিহ্নিত করে জনগণকে বন্যার দুর্ভোগ থেকে রক্ষা করার প্রযােজনীয় ব্যবস্থা করা।
৭। ফাসিয়াখালী ইউনিয়নে ১০০% বিদ্যুতায়নের ব্যবস্থা করা।
৮। ফাসিয়াখালী ইউনিয়নের এলাকা ভিত্তিক সমাজ কমিঠির স্থানীয় নেতৃবৃন্দ, মুরব্বী, ধর্মীয় নেতৃবৃন্দ ও নির্বাচিত মেম্বারদের সাথে পরামর্শ করে এলাকার সার্বিক অবকাঠামাে উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন।
৯। বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্ব কালীন ভাতা, ভিজিএফ চাউল বিতরণ ওয়ার্ড ভিত্তিক সুষম বন্টন করা।
১০। সেবা দেওয়ার নামে টাকা আদায় কারী দালাল, চাঁদাবাজ, সন্ত্রাস, ও দুনীর্তি ও মাদকমুক্ত সমাজ গড়া।
১১। বাজার কমিটির সাথে সমন্বয় করে সুন্দর বাজার ব্যবস্থাপনা, পরিস্কার পরিছন্নতা নিশ্চিত করা ও পাবলিক টয়লেট নির্মাণ।
১২। ফাসিয়াখালী ইউনিয়নবাসীর চিকিৎসার মান উন্নয়নে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত এমবিবিএস ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করা ।
১৩। মুসলিম, হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ধর্মাবলম্বীদের প্রতি আমার অঙ্গিকার; সকল নাগরিক যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে এবং কোন ভাবেই সংখ্যালগু হিসেবে কোন ধর্মাবলম্বীকে বিবেচীত না হয়। নিরাপত্তা হীনতায় না ভুগেন এবং সম্পদের সুরক্ষার বিষয়ে সর্বদা আমার আন্তরিক প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।
১৪। ফাসিয়াখালী ইউনিয় একটি বৃহত্তর ইউনিয়ন হওয়ার কারণে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে ৩টি সাব ইউনিয়ন সেন্টার প্রতিষ্ঠা করব।
(১) অলীশাহ বাজার (২) গাবতলী (৩) হাসেরদিঘী বা ছাইরাখালী।
১৫। ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ সংস্কার ও প্রতিষ্ঠা এবং আদর্শ পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা করব।
১৬। মুল সমস্যা বন্যা নদী বা খাল ভাঙন, অতিবৃষ্টিতে রাস্তাঘাট, চলাচলের অনুপযােগী হওয়া সহ সব ধরণের সমস্যার দীর্ঘস্থায়ী সমাধাণের ব্যবস্থা করব, ইনশাহআল্লাহ।
১৭। সভার সম্মেলিত অংশগ্রহণের মাধ্যমে সম্প্রীতি ও আর্দশ ফাসিয়াখালী ইউনিয়ন গঠন করা হবে।
আল্লাহ আমাদের সবাইকে সুস্থতাসহ দীঘায়ু দান করুক। আমীন
মা-আসসালাম/নমস্কার
আলহাজ্ব মােঃ কুতুব উদ্দিন
চেয়ারম্যান পদপ্রার্থী
৮নং ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদ।
চকরিয়া, কক্সবাজার।
০১৮১৭-৭৪৪৬৫৬, ০১৭৭৬-১৬১৬১৩
আলহাজ্ব মােঃ কুতুব উদ্দিন ভাইয়ের
সালাম নিন, আনারস মার্কায় ভােট দিন।
নিবেদকঃ ফাঁসিয়াখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।
0 comments: