প্রেস বিজ্ঞপ্তি :
আজ রোববার (১২ডিসেম্বর) সন্ধ্যায় কল্যাণ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের সাথে সাক্ষাৎ করে কল্যাণ পার্টিতে যোগদান করেছেন মহেশখালীর তিনবারের নির্বাচিত সাবেক মেয়র সরওয়ার আজম।
তাঁর এই যোগদানকে স্বাগত জানিয়ে কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন; বাংলাদেশের রাজনীতিতে সত্যিকারের গুণগত পরিবর্তন আনতে হলে কল্যাণ পার্টির হাতকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি বলেন রাজনীতিতে ভালো মানুষের আগমন যতো বাড়বে রাজনীতি ততবেশি পরিচ্ছন্ন ও জবাবদিহিতামূলক হবে এবং দেশ ততবেশি এগিয়ে যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুন, যুগ্ম মহাসচিব আল আমিন ভূঁইয়া রিপন ও আব্দুল্লাহ আল হাসান সাকিব।
এদিকে মহেশখালীর সাবেক মেয়র সরওয়ার আজমের কল্যাণ পার্টিতে যোগদানের বিষয়টি পার্টির সাংগঠনিক পেইজ থেকে নিশ্চিত করা হয়।
পেইজ লিঙ্ক:
https://www.facebook.com/bangladeshkallyanparty/photos/a.10153189345548158/10159612175208158/
0 comments: