মডেল ফাঁসিয়াখালী বিনির্মাণে আনারস মার্কায় ভোট দিন : চেয়ারম্যান প্রার্থী কুতুবের পথসভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক : 
চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ কুতুব উদ্দিন তথা আনারস মার্কার সমর্থনে সোমবার  (২০ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় গাবতলী বাজার ও রাত সাড়ে ৯টায় হাজিয়ান স্টেশনে পৃথক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবু আইয়ুব আনসারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগি আলহাজ্ব মো. কুতুব উদ্দিন। তিনি আনারস মার্কায় ভোট চেয়ে আগামী ২৬ডিসেম্বর ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের মূল্যবান রায় প্রত্যাশা করেন। পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে আগামী ২৬ডিসেম্বর ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস মার্কাকে বিজয়ী করার আহবান জানিয়ে বলেন, জনদরদী মো. কুতুব উদ্দিন দুর্যোগ দুঃসময়ে অসহায় মানুষের পাশে থেকেছেন। সাধ্যমতো তাদের সুখ দুঃখের খোঁজ খবর নিয়েছেন।
 
তিনি শুধু সমাজসেবক নন; একজন শিক্ষাবান্ধব শিক্ষানুরাগিও। তিনি তাঁর নির্বাচনী এলাকাকে একটি শিক্ষাবান্ধব ইউনিয়নে পরিণত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। আলহাজ্ব মো. কুতুব উদ্দিন বন্দরনগরী চট্টগ্রামের নর্দান স্কুল এন্ড কলেজ, চকরিয়ার হাজিয়ান ইসলামিয়া দাখিল মাদরাসা এবং অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সভাপতিসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। 

তিনি অবহেলিত জনপদগুলোকে চিহ্নিতকরণের মাধ্যমে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেন বক্তারা বক্তব্যে তুলে ধরেন। তাই একটি মডেল ইউনিয়ন প্রতিষ্ঠায় আলহাজ্ব মো. কুতুব উদ্দিনকে আনারস মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করার কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন বক্তারা।
সভা শেষে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব কুতুব উদ্দিনের শারীরিক সুস্থতা এবং আনারস মার্কার বিজয় তথা সফলতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালন করা হয়।

পরে উপস্থিত জনসাধারণকে ইভিএম সম্পর্কে ধারণা দিতে টিম কুতুব উদ্দিনের সৌজন্যে প্রজেক্টরের মাধ্যমে বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: