শাহরিয়ার মাহমুদ (চকরিয়া টাইমস):
স্থানীয়সুত্রে জানা গেছে, বাঘগুজারা এলাকার মৃত. আবুল আহমদের ছেলে নুরুল আমিনের রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তার দুই ভাই নুরুচ্ছফা ও হাকিম আলীর বসতবাড়িও পুড়ে ছাই হয়ে যায়।
ইউপি সদস্য শাহেদুল ইসলাম বলেন, সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে ক্ষেতের কাজ করতে যায় ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন। এ সময় বাড়িতে কেউ ছিলনা। নুরুল আমিনের রান্না ঘরের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে মুহুর্তের মধ্যে তিনটি বাড়ি পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর প্রাণপন চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। তবে এর আগে বসতবাড়ি তিনটি সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়।
ভয়াবহ আগুনে রেহায় পায়নি গবাদিপশু থেকে হাঁসমুরগিও। আগুনে তিনটি পরিবারের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আক্রান্ত পরিবারসুত্র নিশ্চিত করেছেন।
এদিকে এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে যায় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্ত পূর্বিতা চাকমা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সহযোগিতা প্রদান করেন।
0 comments: