নিজস্ব প্রতিবেদক :
পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট উম্মে কুলসুম মিনু কক্সবাজার জেলার শ্রেষ্ঠ নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।রোববার (১২ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে "অদম্য অগ্রযাত্রায় নারী পুরুষ সমতায় এগিয়ে যাবো বহুদূর" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুজিব বর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে তিনি কক্সবাজার জেলার শ্রেষ্ঠ নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
বিশিষ্ট নারী নেত্রী উম্মে কুলসুম মিনু পেকুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি চকরিয়া উপজেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিনের সহধর্মিণী।এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম বিভাগীয় মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন।
0 comments: