শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
কক্সবাজারে শুক্রবার (৩ডিসেম্বর) বিকাল ৩টায় রামু বিকেএসপি’র মাঠে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট-২০২১।
এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)’র সভাপতি চকরিয়া উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
এতে উদ্বোধক ছিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য বিজন বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার বিনয় চাকমা, রামু এসিল্যান্ড রিগ্যান চাকমা, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, ডিএফএ’র সহ-সভাপতি হেলাল উদ্দিন কবির প্রমুখ ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় কক্সবাজার জেলাদলের মুখোমুখি হয় খাগড়াছড়ি জেলাদল। খেলায় খাগড়াছড়িকে ১-০ গোলে হারিয়ে কক্সবাজার জেলাদল উড়ন্ত সূচনা করে। খাগড়াছড়ি শিবিরের বিপক্ষে কক্সবাজারের হয়ে একমাত্র গোলটি করেন দলের চৌকস খেলোয়াড় মো. হানিফ।
0 comments: