নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার পশ্চিম বড়ভেওলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা প্রদত্ত ইলিশিয়া ক্রিকেট লীগ (আইসিএল)-২০২১ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
বুধবার (১০নভেম্বর) দুপুর ২টায় ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় সদর আমিন ক্রিকেট একাদশকে হারিয়ে ১৬ রানে জয়লাভের মধ্যদিয়ে টিম মিনহাজ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিকাল সাড়ে ৪টায় এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম বড়ভেওলা ইউপি চেয়ারম্যান ও নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।
বিশেষ অতিথি ছিলেন পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল ও ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।
পরে অতিথিবৃন্দ খেলায় বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
0 comments: