নিজস্ব প্রতিবেদক :
“বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ের উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি (রেজি: নং-২৫৪৪)’র উদ্যোগে ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল ১০টায় সমিতির কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রিদুয়ানুল ইসলাম নিরবের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিতে সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম, অর্থ সম্পাদক মো. ইসমাঈল হোসেনসহ উপদেষ্টা ও সিনিয়র সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রাহাতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রিদুয়ানুল ইসলাম নিরব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
এসময় উপজেলা পরিষদের নারী চেয়ারম্যান জেসমিন চৌধুরী জেসি, ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টুসহ উপজেলা সমবায় কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সমবায় সংগঠনের বিভিন্ন পদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 comments: