নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া আনোয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার উদ্যোগে পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষ্যে ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) ও ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আলিম প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ।
বুধবার (৩নভেম্বর) মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হাসান।
এতে প্রধান বক্তার আলোচনা পেশ করেন উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী।
এছাড়া অন্যান্যদের মধ্যে শিক্ষক এস.এম হেলাল উদ্দিন, শওকত ওসমান, আ.ফ.ম ইকবাল হাসানসহ
পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মোহাম্মদ ফজলে এলাহী।
আলোচনার ফাঁকে ফাঁকে দশম শ্রেণির ছাত্র তৌহিদুল ইসলাম হামদ বারী তা'লা, সিনিয়র শিক্ষক এস.এম হেলাল উদ্দিন নাত-ই রাসুল (সাঃ) পরিবেশন করেন এবং আফিফাতুছ ছাদিয়া আফিয়া কবিতা আবৃত্তি করেন।
পরে মাদরাসার উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদরাসার রেক্টর আলহাজ্ব মাওলানা রুহুল কুদ্দুছ আনোয়ারী আল আযহারী।
0 comments: